মাসী, আমার ভাল্লাগে না
গাঁয়ের অলিগলি
কোণঠাসা এ ব্যস্ত পথে
লেজ বাঁকিয়ে চলি।
কুকুরগুলো আরও কঠিন
বজ্জাতেরই সেরা
নামলে নীচে খুবলে ধরে
গোঁফের মুঠি এরা।
বাড়ির মালিক হাড়গুলো দেয
কুরে কুরে পেটে,
ভাতের থালা খায় সকলে
জিভ্ খুলে তা চেটে।
করলে চুরি থেঁতলে মারে
লাগলে ক্ষিধে তারা
এদের সাথে মাসী বলো-
আর থাকা যায় পারা!


মনের দুখে লিখছি চিঠি
মাসী তোমার কাছে
এই সবেরই সব নিরাময়
তোমার দেহে আছে।
আশা করি আসবে তুমি
পত্র পেয়েই ছুটে,
এদের যত হিংসা যাবে
তোমার থাবায় উঠে।