করোনায় বিধ্বস্ত
সহ্যটা করা আর হলোনা,
ক্রমে তা বেড়ে যায়
যাবো আর কোনখানে বলোনা!


হাত মুখে দেবোনা
ঢেকে আছি রুমাল আর গামছায়
তারপরও অণুজীব  
শ্বাসনালি চেপে ধরে খামচায়।


মুখে মাস্ক আস্তে তা
বিড়বিড়ে করে করে চুলকায়,
কোন ফাঁকে করোনা
কোন পাশে বসে বসে ঝুল খায়!


সর্দিতে খুক কাশি
নমুনায় ধরা পড়ে যায়নি,
বুঝবো কি কোনটা যে
করোনারই পজিটিভ ডাইনী।


তাই ভালো সতর্ক
বারে বার হাত ধোও সাবানে
ঘরে বসে ভাইসব
এইসব নিয়ে মাথা ভাবান এ!