লোভাতুর কুমড়ো
লাউয়ের জালি দেখে ডগমগ করে
লতিয়ে তার পাশে আসে
সাদা ফুলের গন্ধ শুঁকে আসে প্রজাপতি, মৌমাছি...


খেঁজুরের খাঁজে খাঁজে কান্নারা মিছিল করে
ঠুকরে ঠুকরে মিঠাজল ঝরায়।


বসন্ত একবার বলেছিলো-তোমাকে রঙধনু কিনে দেবো আকাশ!
মাথা চুলকে গুড়গুড় করে মেঘরা হেসেছিলো সেদিন
আর তরতাজা শীতে টকটকে সকালের সূর্য
পিছন ফিরে দিয়েছিলো বেসুরো ওম।


পেঁয়াজের কোয়ায় নীরব দহন-লতিয়ে ওঠা আগাছা একদিন শুষে নেবে মায়ার পৃথিবী।