বাংলাদেশের লাল সবুজে
ঘেরা আমার গাঁ,
পত পতিয়ে উড়ছে যে লাল-
সবুজ পতাকা।


সবুজ আঁচল সকল বাটে
শীত-হেমন্ত-শরত মাঠে
ফুলে ওঠে প্রাণ,
শ্বাস তুলে নেয় নাক যে আমার
পাগল করা ঘ্রাণ।


ফুলের মাথা পাপড়ি মুড়ে
দেখে উপর আকাশ ঘুরে
দুলতে থাকা দুল,
চাতক আঁখি দেখতে এসব
করেনা সে ভুল।


এই পৃথিবীর চেয়ে প্রিয়
কাছে আমার মা,
মায়ের এদেশ গাঁয়ের এদেশ
ছায়া ফেলে তা।