মেঘের পরী মেঘের পরী
কালো মাথার চুল,
এই মেঘকে চিনতে কারো
হয় না কোন ভুল।


মেঘের পরী দেখতে ভালো
আকাশ জুড়ে ঢেউ,
দেশ-বিদেশে ঘুরছে শুধু
ঠেলছে নাকি কেউ!


মেঘের পরী ঢাকছে লালে
কুসুম কুসুম নীল,
আকাশ জুড়ে সিঁদুরে মেঘ
জায়গা নেই একতিল।


মেঘের পরী বৃষ্টি ঝরায়
বিজলী জ্বালায় ফের,
মেঘে মেঘে ডুম ডুমাডুম
হইনি কোথাও বের।


মেঘের পরী আকাশ ফাটায়
বজ্র ডাকে কড়,
বৃষ্টি পড়ে সৃষ্টি করে
দমকা বেগে ঝড়।