আজ সারাদিন সূর্য যেন পট্টি দিলো মুখে
আঁধার-আলোয় দেখছি তাকে মেঘলা বাঁধার লুকে।
প্রকৃতির এই গুমোট রূপে নেই সে হাসি ঠোঁটে
চড়ুইরা আজ ভাবছে রাতের রেশ কাটেনি মোটে।


কখন দুপুর, কখন বিকেল হাতঘড়িটাই সূর্য
একটা দিনের সময় কেমন হাত-পা ভেঙে নুব্জ!
অলস কাকের ডাক এখানে শুনছে না কেউ কানে
ডালে বসা হুতোমপেঁচা দিন আছে কী জানে?


গোয়ালঘরে লেজ গরুটার এদিকওদিক নাড়ে
বকগুলোও রইছে বসে বাঁশ বাগানের ঝাঁড়ে।
ঢালছে মেঘে ভরাট কালি আকাশ থেকে নীচে
গুঁড়োগুঁড়ো বৃষ্টি নিয়ে ছুটছে মানুষ ছিঁচে।


আজ সারাদিন সূর্য নরম ঘরের ভেতর বসা
আলসে সময় কোণের ভেতর কী নিদারুণ দশা!