ওই যে কারা পটকা ফোটায়
মটকা জোরে শব্দরে,
কানটা ঝালাপালা এখন
হয়ে গেছে জব্দরে!


পটাশ পটাশ ধুম-ধারাক্কা
এদিক-সেদিক ধমকানো,
রাতটা জুড়েও আঁতশবাজি
দেখনা কেমন চমকানো!


মেলা মেলা গাঁয়ের মেলা
বসলো মেলা বট তলে,
ঘুরছে চাঁকা নাগরদোলার
মটর মটর মট কলে।


ছুটলো দূরে দলে দলে
ছেলেমেয়ে হুল্লোড়ে,
দোকানগুলো খেলনা নিয়ে
দোকানী তা খুল্লোরে।


একটা দোকান মেলার কোনে
একটা দোকান সেন্টারে,
খেলার যেসব খেলনা আছে
যে যা পারিস কেন তারে।


রসে পোরা গোল্লা-রসের
টগরবগর ফুটতেছে,
ঠ্যাং হারানো পথের ছেলেও
তিড়িংবিড়িং ছুটতেছে।