বললাম আমি ফুল হতে চাই
ভূল করেছি কি,
মাড়িয়ে কানন রঙ খুজেছি
ঢঙ তো করিনি!


বললাম আমি প্রেম হতে চাই
দুয়ার খোলা হাত,
ডুঙনী দেয়াল মাঝ বরাবর
বুকে গহীন রাত।


বললাম আমি চাঁদ হতে চাই
মাখতে আলোর শির,
নিশিত আমার ভর করেছে
নীল কষ্টের ভীড়।


বললাম আমি ফুটাতে চাই
সুখ সাগরের ঢেউ,
থমকে গেছে গতির ধারা
চমকালো না কেউ।


বললাম আমি নীল হতে চাই
আকাশ বুকে পুষি,
অসীম আকাশ রইল দূরে
যা বুকে তাই খুশি।


বললাম আমি বিল হতে চাই
অবারিত মাঠ,
রইল খোলা আকাশ গিরি
বদ্ধ পুকুর ঘাট।


সব হতে চাই রইল পড়ে
সব হারাদের ভীড়ে,
একটু সুখের পরশ আমার
তৎক্ষনাত যায় ফিরে।