যায়না তো ভাই করা কিছু
এলোমেলো শীতে,
করবো কিছু ভাবছি বসে
রোদের বিপরীতে।


রোদটা কোথায়! মেঘে ঢাঁকা-
সূর্য বেজার খোদ,
একটু পরে বেরোয় সেটা
কচি নরম রোদ।


রোদটা আসে অনেক ধীরে
যখন বাজে দশ,
পাতার গায়ে শিশির হেসে
করে যে খসখস।


পাতায় ছুঁয়ে একটু পরে
কমে শীতের হীম,
রোদের ছোঁয়ায় প্রকৃতিটা
ছাড়িয়ে গেলো ঝিম।