আদর দিলাম মনকে আমি
পড়তে বসার জন্য,
মন যে আমার তা শোনেনা
চিন্তা করে অন্য।


পড়তে বসে যায় ছুটে যায়
সবুজ শ্যামল বন-নীলিমায়
পূব দিগন্তের আকাশ নীলে
পাখনা মেলে ভাসে,
কল্পলোকে ঘুরতে এ মন
কল্পনাতে হাসে।


মন যে আমার টাট্টুঘোড়া
সকাল-বিকাল ছোটে,
না-শোনেনা শাসন-বারণ
কারও কথা মোটে।