বাজে কাজে লোক দেখো
খেয়ে দেখে হুমড়ী,
খোলা মাঠে ভালো কাজ
পড়ে আছে দুমড়ী।


কিছু লোহা চকচকে-
মনে করি স্বর্ণ,
চারিদিকে ওঠে রব
ঝালাপালা কর্ণ।


ভালো-কালো কেনো আহ!
বোঝে না এই নর গো,
জ্বরা ধরা ফুল দেখে
ভাবে- "এলো স্বর্গ"।


কেনো খোঁজে ভুল কিছু
বুঝিনা সে মর্ম,
পাইনা কো যথাতথা
মানুষেরই ধর্ম?


কালো রাত কেড়ে নিলো
সাদাসিধা দিনটা,
পৃথিবীর কাছে এ যে
বেড়ে গেছে ঋণটা।


সাথে কেনো জড়াবো রে
উঁচুনিচু তর্কে?
খুব করে নীরবতায়
রেখেছি এই স্বরকে।


ভালো বলো কোনখানে
হয়ে আছে বন্দী,
কার সাথে আহা করি
আমি মহাসন্ধি!