দহনে ভেঙে পড়ে মাস্তুলে ঝুলে থাকা
অসহায় শ্রমিক
যার ঘামে ভিজে গড়ে ওঠে বিশাল ইমারত


গোল বৃত্তের চারপাশে আগুনের বুদবুদ
এক অবিকল আলোক তরজমা করে


একফোঁটা আলো দিতে গিয়ে যদি
গায়ের মাংশগুলো ফুটাতে হয়
আর ব্যস্ত নগরী নিজের মালামাল গোছাতে
নামে
সে আঁধারের ঢাকনা খুলে আনে আলো; আমরা-
তাকে ঠেসে ঢুকিয়ে দেয় অতল গর্ভে


অথচ ক্রমাগতভাবে আমাদের চোখের কোণায়
স্নাত করি অজস্র বারুদ


তারা গলে গেলে দেয়
এক আকাশ ভালোবাসা
আমরাও দেই; কতকিছু!
প্রয়োজন শেষে এক কোণে আস্তাকুঁড়ে অবিকল আবর্জনায় আবিষ্কার করি
এর শরীরে, বুকে, মুখে নিদারুণ ব্যথা!