মন যে কেমন করে আমার প্রাণ যে কেমন করে
পাতায় পাতায় শিশির যখন ঝরে
ফড়িঙগুলো খাবার বলে ধরে
দেখলে তখন মনটা আমার হাসতে হাসতে মরে।


দেশবিদেশে যায় ছুটে ওই সাদা মেঘের ঘুড়ি
মনটা বলে অমন করে উড়ি
কে পরালো কাশের ফুলে চুড়ি
ফোকলা দাঁতে হাসে দূরে সাদা চাঁদের বুড়ি!


মনটা কেমন করে আমার প্রাণটা ওঠে নেচে
গাছের পাতা কে দিয়েছে কেঁচে
গাঁয়ের রাখাল অল্পজলে সেচে
সুরের দোলায় প্রকৃতিটা মাতাল হয়ে গেছে!