মার্চে আমার মন ভালো নেই
মন ভালো নেই ভালো,
মার্চে পঁচিশ তারিখ রাতে
গভীর ছিলো কালো।


রাতের আঁধার ঘুটঘুটে খুব
তিক্ত হলো বিষে,
পিশাচ সেদিন করলো জাহির
পায়ের নিচে পিষে।


কী নিদারুণ কষ্ট লাগা
এই যে আমার মনে,
লাজুক বধুর বস্ত্র হরণ
করলো সবার সনে।


মার্চে আমার মন ভালো নেই
মন ভালো নেই,মোটে
স্মৃতির ভীড়ে কেমনে হাসি
মুখে আমার ফোটে!