সন্ধ্যা হতে আজ আকাশে রূপ লেগেছে চাঁদে
কিন্তু কেনো মেঘ মেয়েরা ঘোমটা দিয়ে কাঁদে!
রোজার শেষে এ চাঁদ দেখে মনটা ওঠে দুলে,
অনেক দিনের জমাট মধু ভরা যেন ফুলে।


তিরিশ দিনের শেষে এ চাঁদ উঠলো দুলে হেসে
আল্লাহ আল্লাহ শান্তি ধ্বনি আসলো তখন ভেসে।
গাছগাছালি পাখপাখালির আড়মোড়া যায় ভেঙে
সবুজ সকল দৃশ্যগুলো সাতরঙে যায় রেঙে।


থরেথরে তারার মেলা ঝিকিমিকি করে
মিষ্টি গোলাপ গন্ধ যেন চুয়ে চুয়ে পড়ে।
আস্তে করে যায় গড়িয়ে সময় রাতের আঁধার
সকাল আসে ভোরের লোভে তুচ্ছ করে বাঁধার।


আতর গোলাপ খুশবু মেখে সবার মুখে হাসি
আজকে যেন সবার মাঝে ভালবাসা বাসি।
ছেলেমেয়ের রঙিন পোশাক কোলাকুলি কাঁধে
হাত তুলে সব চাইতে নাজাত মোনাজাতে বাঁধে।