মন্দকাজে মানুষ দেখি
গন্ধ পেয়ে ছোটে,
দাঁতের ফাঁকে মিঠেল হাসি
তেরচা হাসি ঠোঁটে।


ভেংচি হাসি দিয়ে দীলে
তিন শকুনে খাচ্ছে গিলে
মানুষ নামের কীটের
ঘষতে ঘষতে ছাল উঠে যায়
রক্তরাঙা ইটের।


ফালতু কাজে মানুষ দেখি
আলতোভাবে ঘোরে,
সকাল-রাতে থাকলে ভালো
মন্দ থাকে ভোরে।