সবুজ সবুজ মনটা যখন এদিকসেদিক ঘোরে,
লাজুক ঘাসের শিশির আমার পা ধুয়ে দেয় ভোরে।
রক্তজবার হাসি নিয়ে ঝুমকোলতা দোলে,
দিগন্তে বিল থমকে থাকে আকাশনীলার কোলে।


উতলা হয় স্বপ্নগুলো তিমির যখন বাড়ে
ডাহুক পাখি মনটা আমার কেবল ডানা ঝাঁড়ে।
নীরব থাকা গভীরতা জোনাক হয়ে ফোটে
শব্দগুলো তখন যেন গুমরে কেঁদে ওঠে।


মনটা আমার মনে মনে একলা আবার হাসে
অব্যক্ত সব কথামালা স্বপ্ন হয়ে ভাসে।
মনের কথা মনের ভেতর রাখবো ভরে নাকি
কেমন করে বলবো কথা কেমন করে থাকি!