বনবনিয়ে আসলো মশা
যেখান-সেখান যায়না বসা
ফুটায় হুলের মুখ
চুমুক টানে চুক চুকচুক চুক।


জন্ম যে তার ফুলের টবে,
ছোট্ট ডোবা, ময়লা সবে
কোথায় যে তার সুখ
চুমুক টানে চুক চুকচুক চুক।


না চাইতেও গান যে বাজায়
ঝনঝনিয়ে কান যে বাজায়
কাঁপছে ভয়ে বুক
চুমুক টানে চুক চুকচুক চুক।


এডিস ফেলে ডেঙ্গু জ্বরে
ম্যালেরিয়ায় মানুষ মরে
ঢেলে বিষের ফুঁক
মজায় টানে চুক চুকচুক চুক।