উড়ে-ঘুরে মশা কানে-
বাঁজে যেন ভনভন,
বাঁধা মানে না তো তারা-
ভেজা-শীতে কনকন।


ফাঁকাঘরে একা ঘুম
করে ফেলে নস্যাৎ,
জন্মিয়ে মজে তারা-
ডোবাজলে স্যাঁতস্যাঁত।


মশা বাঁচে চারদিন-
ইয়ে, মানে-কস কি!
এই নিয়ে সুখ সাথী-
মশামশি-মশকি।


মালা-খোঁপে পঁচাজলে-
লাভা থেকে বংশ,
ক্রমেক্রমে বেড়ে করে
দুনিয়া টা ধ্বংস।