জন্ম নিয়ে পেটের জ্বালায়
ছুটছি অবিরাম,
জংলী পঁচার কীট বলেকি
নেইকি কোন দাম!


গুড়ো মশা বুড়োর সাথে
বসালো দরবার,
মানুষগুলোর বুদ্ধি মোটা
নেই কিছু করবার।


মাকু মশা মরলো চড়ে
ছিড়েই দিলো পেট,
ডাকু মশার দিন ভালোনা
কেউ হলোনা সেট।


মিছিল হলো মিটিং হলো
বাঁচার কতো আশায়,
সবাই অবাক শুনে ওদিক
এডিস মিয়ার ভাষায়!


একাই নিবে হাজার প্রাণ
হুংকার দিয়ে ওঠে,
মানুষ তুমি চালাক কেমন,
বোঝাবো এই ঠোটে!