হাতের কাছে যায়না ধরা
তাদের কোনো বউ,
মৌমাছিদের হুলের ধারে
দিক হারালো মউ।


একের পিঠে অনেক চড়ে
পাকায় যেন তাল,
ফুলের মধু খায় যে চেঁটে
কাটায় মহাকাল।


ফুলের মাঝে শুড় ঢুঁকিয়ে
চোষে মধুর রস,
এফুল ওফুল ঘুরে ঘুরে
পেট করে টসটস।


গুনগুনাগুন গানেই নাচে
মধুই পোরা গাল,
এগান শুনে বিভোর হলো
কতই কবিয়াল!