সদ্যফোটা শাপলা হাসে বিলে
ছলাৎ ছলাৎ জল
রূপ করে ঝলমল
পাখি উড়ে যায় হারিয়ে নীলে।


সন্ধ্যাতারা রাতকে কাছে ডাকে
এলোমেলো মন
বাতাসে শনশন
আমার দেশের প্রকৃতিটা আঁকে।


সবুজ আঁচল দেয় ছড়িয়ে দেহ
পাতা-ফুলও ফল
দিঘির মিঠা জল
দেশটা এরূপ পাবেনা আর কেহ।


স্বাধীন দেশে মুক্ত পাখির মায়া
কিচিরমিচির সুর
মায়াবী ভরপুর
ঝাপটে পাখা মেলেছে তার ছায়া।