মুষ্টি ধরে এগিয়ে চলো
বদ্ধ দুটি হাতে,
এই দেশেরই শত্রু তুমি
রুখতে পারো যাতে।


যে মুষ্টিতে ছুটেই গেলো
পাক সেনাদের ঘাটি,
সেই রকমের মুষ্টি করেই
আঁকড়ে ধরো মাটি।


মুষ্টি আমার মুষ্টি তোমার
লক্ষ হাতের মুঠি,
যেই মুঠিতে মানবে যে হার
লোহার মতো খুটি।


যদি আমার স্বাধীন দেশে
দিগন্তে বয় নিশা?
স্বাধীনতার শক্তি নিয়ে
দেখাও আলোক দিশা।


মুষ্টি তুমি উঠিয়ে রাখো
কখন কিযে লাগে!
যেই মুষ্টিতে দেশের শত্রু
যখন তখন ভাগে।