পুরুষের সাথে নারী দাবী আছে অর্ধ,
তবে কেন পায়ে রশি দিয়ে নারী বদ্ধ?


নদী পাড়ি দেয় নারী করে কিছু উদ্ধার,
সাগরের নীচে নারী মাস্ক পরা মুখ তার।


উড়ে চলে দূরাকাশ নারী চলে উদ্ধ,
চলে তীর সেনানীর বেশধারী যুদ্ধ।


বটি দা'র পরশ তার নারী করে রান্না,
মাঠ-ঘাট চষে নারী তবু তার কান্না।


বিয়ে বাড়ি আনে নারী গোছা টাকা যৌতুক,
তবু নারী হয় সেথা হাসি রমা কৌতুক।


নারী মা নারী বোন নারী খুব দরকার,
কেন এই নারী হয় অন্যের চর্কার?


একা নয় সুখে নারী পুরুষের সঙ্গ,
কেন তবে নারী জাতি হীন কায়া অঙ্গ?


পুরুষের সাথে নারী সম সম দাবিদার,
ফিরে দাও সমাজ হে নারীর এ অধিকার।