নায়ক তিনি নায়করাজা
মস্তরকম বীর,
অনাচারীর সামনে নত
হয়নি যে তাঁর শির।


মুখের ভাষা শ্রুতিমধুর
আকাশ সমান মন,
ঠোঁটে ভাসে মিষ্টি হাসি
সবার আপন জন।


গরীব-দুখীর জন্য যে তাঁর
অনেক বেশী টান,
বিপদ-আপদ দেখলে তিনি
আগেই ছুটে যান।


পরের দুখে চশমা তলে
চোখে ঝরান জল,
নিজের জীবন তুচ্ছ করে
দিলেন অনর্গল।


নায়ক তিনি বাংলাজুড়ে
বাংলামায়ের সুর
বন্ধু তিনি বঙ্গনেতা
মহৎ মুজিবুর।


তিনি হলেন বঙ্গপিতা
স্বপ্ন অনিমেষ,  
জাগলে তিনি জেগে ওঠে
সোনার বাংলাদেশ।