বুকের গহীন দগ্ধ এখন
হিসাবে নাই মিল,
বন্দিনী নাই শুন্য খাচায়
শুন্যতা তাই বিল।


এই পৃথিবী দুদিনের হায়
ক্ষণিক মেহমান,
নিবেন প্রভু সময় শেষে
সাধের দেহখান।


শেষ হলরে মায়ার বাঁধন
শুরু মহাকাল,
নেক আমলই রুজির খোরাক
কষ্ট সহা পাল।


জমা কত হইছেরে মন
মিলবেরে সব ভাড়া,
শুন্য হৃদয় পূর্ণ করো
ওপার যাবার তাড়া।


সাবধানে সব চলোরে মন
ওপার নয়তো দূরে,
দম ফুরালে নিথর কায়া
পোঁকায় খাবে কুঁরে।


সাপ বিচ্ছুরা লেলিয়ে আছে
ফণায় ভারী বিষ,
আমল নামায় নেকভারী কর
পানি করায়ে দিস।