হলুদে ছেঁয়ে গেছে
শরৎ ওই ছাড়তেই,
সবুজের সমারোহ
ধানে ধানে আর নেই।


তবুতো হাসিমুখে
চাষী কাটে ধান ওই,
হলুদের শোভা দেখে
গেয়ে ওঠে হইহই।


ধানগুলো তাজা হাসে
তাতে কোনো ভুলনেই,
সোনালী হলুদেরা
দানাদানা দুলছেই।


অতিথীর আগমনে
মনখুলে হেসে রই,
নবান্নে মেতে ওঠে
ধানকাটা শেষে ওই।