আঁধার কালো কুচকুচে রাত
আসলো নেমে ধীরে,
প্রিয় নবী এলেন তখন
নূরের রূপে ফিরে।
শান্তি এলো চারিদিকে
প্রতি নীড়ে নীড়ে।


আসলেন তিনি শান্ত দিঘী
কাঁদলো চুপিসারে,
বাতাস এসে আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দিলো তাঁরে।
আসলো নদী নদীর ও মাছ
ঢেউয়ের সাথে তীরে।


পদচারণায় ধন্য মাটি
যখন আসেন হেঁটে,
নূরের আলোয় গভীর কালো
আঁধার গেলো কেটে।


তিনি আমার বুকের বাঁ'পাশ
তিনি আমার আলো,
থাকলে তিনি জীবন আমার
কাটবে আরো ভালো।
রেখেছি এই বুকের ভেতর
নামটি তাঁহার চিরে।