রঙ অতীতের হয়ে গেছে ফিকে
মিষ্টি মিষ্টি গন্ধ চতুর্দিকে।
জবা,বেলী গোলাপ ফোটে বনে
কী শিহরণ বইছে সবার মনে।


গন্ধে সুবাস নতুন বইয়ের ঘ্রাণে
বয়ে যায় সে সকল প্রাণে প্রাণে।
মুখ ক্লাসে জ্বলজ্বলে কেউ ভারী,
নতুন রেজাল্ট পড়েছে চাপ তারই।


বিহান থেকে ঘাম ঝরে ওই নিশির
টাপুরটুপুর ছন্দ তোলে শিশির।
ঠনঠনে শীত কাঁপন ধরে পুশির
সব মিলিয়ে নতুন বছর খুশির।


অতীত বাদে সত্য এসো বলি
ভুলটা ছেড়ে সঠিক পথে চলি।
অর্জিত যা যায়না যেন খোয়া
রবের কাছে চাই এমন ই দোয়া।