দিক্বিদিকে নতুন আমেজ
মিষ্টি লাগে ইশান কোণ,
নূপুরধ্বনি বাজায় পায়ে
গাঁও গ্রামে কিশান্ বোন।


পাতার ভাজে লতায় ডগা
কন্দ ফোটে মাটির তল,
ওই ফুলেছে লম্বা গাছে
মিষ্টি ওরে, লাঠির ফল।


নতুন সাজে মনটা দোলে
দাড়ায় নারে ক্ষেপন কাল,
থমকে ওঠে নতুন ধরায়
দেয় এঁটেরে লেপন সাল।


একদিকেতে ঝরে পাতার
অন্যদিকে সৃষ্টি মুখ,
সবকিছুতে আমেজ আসে
টপটপাটপ বৃষ্টি সুখ।