থার্টি ফাস্ট রাত্রে হঠাৎ
ভেঙেই গেলো ঘুম,
আকাশজুড়ে আতশবাজি
করছেরে গুমগুম।


পাশেই ছিলো খাদ,
পথ দেখালো গভীর রাতে
জোসনাভরা চাঁদ।


ও চাঁদ তুমি কোথায় থাকো-
কোন বা আলোর দেশে,
খল খলাখল জবাব দিলো
জোসনাগুলো হেসে।


এই যে দেখো তারার পাশে
আতশ জ্বালাই রাতে,
একটা কোনো বিশেষ দিনে
ঝলকে উঠি তাতে।


নতুন বছর কাল যে হবে
বলল হেসে চাঁদ,
এই খুশিতে পেলাম তখন-
নতুন দিনের সাধ।