কাঁপছে শরীর থরথর থর
ও ডেঙ্গুজ্বর ও ডেঙ্গুজ্বর
একটু এবার থামো,
শরীর গেছে ভেঙেচুরে
যাচ্ছে আরও মাথা পুড়ে
পাচ্ছিনা আরাম ও।


সবাই বলে আমি নাকি
অনেক ভালো ছেলে,
মশার থেকে কেনো তবে-
আমার গায়ে এলে!


স্বচ্ছজলে করো যে বাস তোমরা,
হুল ঠুকে নাও রক্ত আমার-
যেমন করে ভোমরা।


মুখভরা ওই বমি আসে
গলার ওপরভাগ,
গায়ে আবার চাকাচাকা
লালচে লালচে দাগ।


যারা মিথ্যা কথা বলে
যাওনা তাদের কাছে চলে
আমায় তবে ছাড়ো,
যারা দেশ বিরোধী জাতি
যারা তাজা খুনীর নাতি
দেখতে পাওনা তারও!


আর পারিনা আর পারিনা
কাঁপছে আমার পাও,
আমায় ছেড়ে ও ডেঙ্গুজ্বর
দেশটা ছেড়ে যাও-