আমার দেশের স্বাধীনতা
হয় দেখে তা নীরবতা
যারা না তা চায়,
স্বাধীন দেশের চলাফেরা
করে, তবু কেমনে এরা
দেয় ওদেরই সায়।


কষ্টার্জিত বিজয় এলো
ডিসেম্বরের মাসে,
সকাল-দুপুর ঠোঁট দুটো তাই
মিষ্টি করে হাসে।


কিন্তু আমার দেশের পাছে
ওদের চরম দোসর আছে
পেতে আছে ওত,
হিংস্র দানব ওরা,তবে-
দেখে যেন মনে হবে
ভদ্র সে আলবত!