অসম্ভব অধিকার আমার
বাদাম খুটে তিলের খৈল তুলে আনে নির্যাস
রসুনের কোয়ায় মাসেল বাড়ে লোহিত কণিকায়
একবার নিকোটিন ধোঁয়া পাল্টে দিতে চেয়েছিলো
তামাকের কুড়ো পড়া আত্মা
তখন ঈশপের নীলপদ্মরা টেনে টেনে
আগুনের গোলাপ গিলে ফেলত-
সাঁই সাঁই করে বেড়ে যায় আকাশের নীরব দহন
মেঘের ডকুমেন্টারিতে লিখেছি আমার
নিরেট আঁধার-সৌখিন আবেশ।
লেবুর ফুলে ঝুলে আছে অধিকারের সীমা