অমির দাদু খিটখিটে খুব
পা ফেলে সে মেপে,
অমির দাদুর মেজাজ গরম
যখন-তখন খেঁপে।


অমির দাদু দেখলে অকাজ
বেগুন-তেলে জ্বলে,
অমির দাদুর উঠলে যে রাগ
ঝাল দিয়ে চোখ ডলে।


অমির দাদুর চোখের আলো
অন্ধকারের বাতি,
অমির দাদু মারতে পারে
কিল দিয়ে চার হাতি।


অমির দাদু এমন হলেও
মাথায় জ্ঞানের আলো,
অমির দাদু অমিকে রোজ
বাসে অনেক ভালো।