ছোট্ট 'অমি' ভেবেই চলে
ভাবনা আরো বাড়ে,
বড় হয়ে করবে কি যে
বলবে সেটা কারে!


একটা দারুণ গাড়ী কিনে
চালাবে তা রাতে দিনে
করবে না কেউ মানা,
পাখির মতো আকাশ জুড়ে
হারিয়ে যাবে বহুত দূরে
মেলেই দুটি ডানা।


আবার ভাবে বিমান হবো
চালক হয়ে আকাশ ছোব
স্বপ্ন আঁকে আঁখি,
ঘাসফড়িঙের মুক্ত মাঠে
বইয়ের রঙিন ছবির পাঠে
উঠবে হঠাৎ ডাকি।


পড়তে 'অমি' শুধু যে চায়
স্বপ্ন সেটা চোখের তারায়
যায় যে বিদ্যাপীঠে,
সবার সেরা মানুষ হবে
সবচে খারাপ লাগে তবে
ফালতু নিন্দা নিতে।


বাবার কথা মায়ের কথা
বেশী শোনে অমি,
তাইতো তারে ভালোবাসে
বন্ধু সমাগমী।