বাংলা-সমাজ মজার পড়া
ইংরেজি ও বেশ,
সমাজ পড়ি আধো আধো
বিজ্ঞান-ই তো শেষ।


অংক ভাইয়া জটিল জটিল
ওইখানে তো কেচ,
শুনে এসব জিলাপী তার
খুলো দিলো পেঁচ।


যোগের আরেক সহজ কথা
নামতা পড়া গুণ,
গুণতে গেলে মাথায় লাগে
কিসের সাথে ঠুন।


একটি-দুটি অংক পারি
খাতায় দিয়ে দাগ,
কিন্তু খাতায় কলম অচল
দেখলে কোন ভাগ।


ধর্ম হলো জটিল আরও
তাও করেছি শেষ,
অংক কষে সাদা হলো
মাথার কালো কেশ।