একটি দুটি তিনটি তারা
ওই তারাটা কানা,
কেউ নিলোনা সঙ্গে তারই
এটা সবার মানা।


একটি দুটি তিনটি তারা
ওই তারাটা একা,
সবার সাথে থাকবে বলে
কেউকি দেবে দেখা?


সব তারারা ঘুরছে দেখি
ওই তারাটা কাঁদে,
গল্প কথায় হাসে সবাই
ওই তারাটা বাদে।


শোনো খোকা দেখবে এসো
ডালিম গাছের ফাঁকে,
ওই তারাটা খেলবে বলে
তোমায় এসে ডাকে।


সব তারারা যুক্তি করে
ওকেই দিলো বাদ,
মনের কষ্টে সব হারালো
নেইযে কোনো সাধ।


এখন থেকে ওই তারাটা
আমার খোকার সাথী,
সন্ধ্যা থেকে থাকবে খোকার
সারাটাক্ষণ রাতই।