মা বলোনা, ওইগ্রামে হচ্ছে যে কার বিয়ে
ফুটছে বাজি ছুটছে মানুষ আমাদের পথ দিয়ে।
ফুটলে বাজি আনন্দ হয় কাঁদছো কেনো তবে
দেখবো আমি এই বিয়েটা সেই দেখেছি কবে!
বিয়ের বাজি এত্ত জোরে ওই ফুটেছে আবার
মা, চলো না খেয়ে আসি বিয়েবাড়ির খাবার।


সারিসারি যাচ্ছে মানুষ খাকি পোশাক ঠুকে
এত্ত ডাকি মা কেনো যাও ঘরের ভেতর ঢুকে?
বন্দুকওয়ালা মানুষ যাচ্ছে বিয়েবাড়ির দিকে
আর এদিকে ক্ষীণ হলো মা, আমার যাওয়া ফিকে।
ওরা কত করছে মজা চটরপটর স্বরে
ছোট্ট আমার মন কি থাকে বান্ধা এমন ঘরে!


হঠাৎ আগুন বাঘ ওখানে ডাকছে হালুম হুলুম
বিয়ে কোথায়, মা ওটা যে পাক সেনাদের জুলুম!
মা যাবো না থাকবো এখন জড়সড় ঘরে
ছোট্ট আমার বুকের ভেতর পড়ছে ভেঙে ঝড়ে