একটা পাখি আকাশ ঘুরে
যায় উড়ে সে অনেক দূরে
তেপান্তরের মাঠে,
যায় পেয়ে সে আজব খানা
খাচ্ছে পাখির নতুন ছানা-
ঠুকরে গাছের কাঠে।


আর পাখিরা সাথেই আছে
নাচছে তাধিন দূরে-কাছে
আকাশ যেথায় নীল,
উড়ছে ওপর ডানার ভরে
চারিদিকের বিল।


মন খারাপের পাখির দেহে
আনলো মজা এটা,
এই এখানে কত্ত খুশি
বুঝেই গেছে সেটা।


এখান শুধু ঈদের খুশি
আজ এখানে ঈদ,
এই ঈদে তাই সব পাখিরা
ভুলেই গেছে নিদ।