একটু পরে শুরু হবে
পাখ-পাখালীর গান,
পাখির রাজার আদেশ যাদের
গলায় ভীষণ সুরটা তাদের
ধরে ধরে আন-


ময়না এলো শালিক এলো
চড়ুই এলো আর,
ঈগল এলো ঝাপটে ডানা
পাখির ঢেউয়ে কানায় কানা
বনের চারিধার।  


গান শোনালো সব পাখিরা
মিষ্টি মধুর ডাক,
হঠাৎ শেষে গান শোনালো
কা কা করে কাক,
সবাই বলে থাক-
গান শোনানো শেষ হয়েছে
দিচ্ছো কেনো পাঁক!
বললো ঈগল- গা'ক,
গান শুনে কান ঝালাপালা
তাতেই নিলো গানের পালা
নতুন করে বাঁক!