কানের ভেতর ফোঁড়া টাটায়
চুলকে মরি ঘাড়ে
শরীর জুড়ে ব্যথার আগুন
গুঁতিয়ে যায় ষাঁড়ে!


নখের গোড়ায় টনটনে ঘা
চোখের নিচে পানি,
নাকের জলে মুখ ভিজে যায়
রুমাল দিয়ে টানি।


পিঁপড়া উঠে চুল ছিঁড়ে খায়
একটুও নেই সাড়া,
নিচে ঝুঁকে করলে তো কাজ
ভেঙে পড়ে দাঁড়া।


যখন-তখন পেট টিসটিস
বুক জ্বলে যায় গ্যাসে,
রোগে রোগে জীবন গেলো
পারিনা আর ক্যাশে!