পিলপিল পিপীলিকা
চলে একেবেকে,
চিনি সব পড়ে আছে
পুরোঘর ঢেঁকে।


গায়ে বেশ মোটাতাজা
বড় দলপতি,
তার পিছুপিছু চলে
রাণী ফুলমতি।


সারাবেলা দেখি ওই
রাজা-রাণী ভাবা,
কোন খানে আমাদের
দেয় কিনা থাবা!


আজ যায় মিঠা লোভে
মিঠাময় পথ,
এইসব ভেবে চলে
নেই ফুসরত।