পেটের জ্বালায় রয়না থাকা ঘরের ভীতর বসে,
কখন কোথায় যাবে জগাই সেই হিসেবটা কষে।
আর পারেনা সইতে জ্বালা মাঝে মাঝে হাঁকে,
শেষ অবধি ছেলে এসে ডাক্তার হেকিম ডাকে।
এক্সপেরিমেন্ট করে অবাক হলো তারই খোকা,
কেমন করে পেটের ভীতর ঢুকলো তেলাপোকা।
ডাক্তার বলে, যেতে হবে অনেক অনেকদূরে,
বাপকে আহা দেখাও তুমি উন্নত দেশ ঘুরে।
নয়লে দেখো কোনমতে হবেনা ঠিক কাজ,
এই কথাটি বললাম, তুমি শুনে রেখো আজ।


বাড়ি এসে জায়গা-জমি বেঁচলো জগাই নিজে,
পেটের ভীতর তেলাপোকা করছে যেন কিযে!
সম্বলহারা চলল তারা এয়ারটিকেট কেটে,
কি জানি কি করছে পোঁকা তারই ভেতর পেটে।


দেখলো বড় ডাক্তারে তার পেটের ভীতর নেড়ে,
চিন্তা তো নেই ডাক্তার তবু কেমন করে 'ফেরে'।
বলল-"তোমায় কে দেখেছে কে বলেছে পোঁকা?
সে তো ভারী আজগুবি লোক! আস্তোরকম বোকা!


পেটটা তোমার সাফ ক্লিয়ার যাচ্ছে দেখা হাতে,
যে মেশিনে দেখেছিলে পোঁকা ছিলো তাতে।


(কৌতুক অবলম্বন)