গোইলি এতো ময়লা হুলো ভেঙি গেচে নান্দা
কেম্মায় গোরু কুটু খাবে ভেবি লেগদিচ কান্দা।
বেন্দি বেন্দি গোরুগুলু যেতিচ কেরাম শুকুই
বিচি দ্যাবো গোরু কোডা ফুড়ির কাচে চুকুই।
রাগে আমার শরীল বেড্ডে ধুরি গেচে মাতা
এরাম কুরি গোরু পুষলি হুয়ি যাবেন যা তা।


এবার এটটা ছাগল পোশপো গোরুগুলু বিচি
শেই ছাগোলের জন্নি আমার মেজাজ গেচে খিঁচি।
কেনার আগে শোনলাম ছাগোল পরের ক্ষতি করে
কেম্মায় তালি ওই ছাগোলডা আনবো আমার ঘরে?


তার চিকি সব বাদ দে এবার কুকুর-মেকুর পুশি
ছেলিপিলি খেলা কুরি হবেন বোদাই খুশি।
মাচ-গোস্ত সব চুরি কুরি সেদিন খেলু মেকুর
ওমা! দাঁত বের কুরি বান্ডায় এসি কেম্মায় তুলতি ঢেঁকুর!
আর ওদিকি কুকুরডাও বাগের মোতো দাঁড়ায়
এট্টা মাত্তোর ছাবাল তারও সারাদিনি তাড়ায়!


এরামকুরি পোশাপুশি আমার বলো হবে!
তাই এগুলু পোশার কোতা ভুলি গিচি কবে?
একোন আমি চাল সইর কোরি ঘরে উটি লোকের
ভালো আচি মিস্তিরি কুরি পাওয়ার বেড়িচ চোকের।