যে শব্দটি প্রাণে বাজে
বুকের গহীন কোণে
সে শব্দটা মা জননী
হৃদয় কেবল শোনে।


ভূগোলকের পূর্ণ ভাজে
আদর মাখা মুখ,
তার মতো যে কেউ জানেনা
এই যে এতটুক।


অন্ধ প্রলাপ ছন্দ তোলে
হুতোম পেঁচার কানে,
তুচ্ছ আঘাত মস্ত ভাবে
শুকতারা সে প্রাণে।


নীরব যত কষ্টগুলো
বুঝবে না যে কেউ,
মা বোঝে সে দুঃখ জ্বালা
কষ্ট ব্যথার ঢেউ।


০৬।০১।২০১৫