তুমি আসবে কোথায়,যে ঠিকানায়
মুক্ত সেখান নেই,
তোমার চাওয়ার আবেগ,মিষ্টি শোনায়
নিচল দেহ তেই|
তোমার দখিন হাওয়া,বয়ে যাওয়া
সুঠাম দেহের মন,
তোমার রক্তজবা ঠোটের হাসি
লাগে অসা ধারন|
তোমার বিজলী চুলে,মনের ভূলে
বিলাতে মন চায়,
রুপ টলোমল হরিণী চোখ
ডাকেযে আয় আয়|
তোমার ঘোমটা মায়া,টানছে কায়া
আকাশ ফাটা জল,
সুন্দরী ও আমার পিয়া
করিও না ছল|
তোমার স্বপ্ন আশা,হারায় ভাষা
ছোট্র হ্রদয় নীড়ে,
বলতে দ্বিধায় পার করিলে
হাজার লোকের ভীড়ে|
তোমার দূরে যাওয়া,বিকট হাওয়া
টানবে কি আর কাছে?
বন্ধু করে জড়িয়ে রেখো
অচেনা সুর মাঝে|