কুলো বাঁকা পিঠখানা
ঠেস দিয়ে দেয়ালে,
বাড়ে বেশী আরো কাশী
উচু করে নেয়ালে|
গোল করে বসে থাকে
সারাবেলা বাড়িতে,
সংযোগ তার যেন
বাঁধা আছে নাড়িতে|
দিন গোনে ফুরাল রে
শত ফাল্গুনটা,
তাজা নেই ধ্বজা দেহ
ঠকঠকে মনটা|
ছেলে পুলে বড় বড়
অফিসের কতা,
ফিরে দেখা তর নেই
কত হল পদা|
সারা গায় ধুলোবালি
গড়াগড়ি বুড়োটা,
দেখে না বউ ছেলে
ভুল ছিল শুরোটা|