ঝিঁঝিঁ পোকার লেজের পাছে
ছুটে চলে যে ছেলে,
না নাওয়া তার দুপুর বেলা
রোদের দেখা না পেলে|যাচ্ছে দেখি রাস্তা ধরে
পাতার মাথা দিচ্ছে টান,
মাতলামীটা বাড়ে বশী
সাথে পেলে নদের চাঁন|
একখানেতে চলতে গেলে
সময় টাযে হাতে নেই,
পাড়ায় বাড়ে দসিপনা
সব ভূলে যায় রাতেতেই|
খেলার মাঠে যা টুকু রয়
হাঁপিয়ে তোলে চিমটিতে,
রাগলে পরে ভীষন ভাবে
রাগ পড়ে যায় কিন্ঞ্চিতে|
মৌমাছিদের টাল বানানো
টসটসে মৌ মৌচাকে,
পড়লে চোখে তার নাগালে
গুড়িয়ে ফেলে কোন ফাকে|