পড়তে পারি লিখতে পারি
তবুও পাই বেতের বাড়ি,
আর যাবো না স্কুলেতে
নিতিন সারের লম্বা দাড়ি|
ভয়ে কাঁপে টেবিল খানা
জোরসে যখন চাপড়ে ধরে,
ক্লাস ছেড়ে পালাতে মন
বেজায় তখন ইচ্ছে করে|
কত সুন্দর গোলগোল করে
অ লিখেছি যাচ্ছি ভূলে,
চোখ পাঁকানো সারের দিকে
হুশ ফেরেনা দাড়ির চুলে|
হাক ছাড়িলে ভূল কিছুতে
তবেই কাবাব সবাই চুপি,
গজনে সে কাপতে থাকে
মাথায় পরা গোল যে টুপি|
দাতের পরে দাত রাখিলে
উপায়তো নেই কোনো কারো,
শরীর ঝেকে দাড়িয়ে গেলে
পায়না তখন কোন ছাড়ও|
নিতুন সারের কায়দা কানুন
পড়া হবে এক ঝলকে,
যাদুর মত এসেই নেবে
সব পড়ানো এক পলকে|